নড়াইল প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র শিবিরের আয়োজনে ৬ ফেব্রæয়ারী সকাল সাড়ে ৯ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠ থেকে একটি বাই সাইকেল র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিন করে পুরাতন বাসটার্মিনাল মুক্ত মঞ্চে এসে শেষ হয়। র্যালিতে জেলা ছাত্র শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন, সেক্রেটারি তাজ মোহাম্মদসহ জেলা শাখা ও বিভিন্ন শাখার প্রায় ৪ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
জেলা ছাত্র শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন বলেন,১৫ বছর পরে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী মুক্তভাবে পালন করতে পারছি,ফ্যাসিবাদ দুর হয়েছে ,আল্লাহর কাছে অশেষ রহমত আমরা উন্মুক্ত ভাবে কাজ করতে পারছি।