হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত।

মোল্লাহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি  বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এ দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন এবং গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
দ্বি-মাসিক রিপোর্ট উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মিতা দে। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স অফিসার ঝুমুর আক্তার, সি এ মোঃ জুলফিকার আলী , মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক পারভেজ আলম, মোঃ শরিফুল ইসলাম দিদার, কবির আহমেদসহ ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও কম্পিউটার অপারেটর বৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন