হোম খুলনাযশোর কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগের নামে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন 

কেশবপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগের নামে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন 

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ
স্টাফ রিপোর্টার:
কেশবপুরের গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার রেজাউল করিমের বিরুদ্ধে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসি।
মানববন্ধন চলাকালে বক্তব্যে বলা হয়,সুপার রেজাউল করিম চাকুরির প্রলোভন দেখিয়ে মাদারডাঙ্গা গ্রামের আবদুল জালালের নিকট থেকে নগদ ২লাখ ২০ হাজার টাকা নিয়ে সামান্য কিছু ফেরত দিয়ে বাকি টাকা না দেয়ার টালবাহা করছে। এ ছাড়া পাশ্ববর্তী এলাকার কয়েকজনের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা  হাতিয়ে নিয়েছে।  তিনি দীর্ঘ দিন ধরে পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এ ছাড়া নৈশপ্রহরীর ১৭ হাজার টাকা আত্মসাৎ করে।  বক্তারা আরো বলেন,বর্তমানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে।  সুপারের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন, তার কোন বিহিত আজো হয়নি। এলাকাবাসী অবিলম্বে দূর্ণীতিবাজ সুপারের শাস্তীর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, জালাল উদ্দীন, ফারুক হোসেন সহ ভুক্তভোগীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন