হোম জাতীয় চলতি বছরে চালু হচ্ছে চার ক্যানসার হাসপাতাল

চলতি বছরে চালু হচ্ছে চার ক্যানসার হাসপাতাল

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

অনলাইন ডেস্ক:
চলতি বছরে দেশে চারটি ক্যানসার হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। একই সঙ্গে ক্যানসার হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীদের জন্য দরকারি যন্ত্রপাতি দ্রুত আমদানি করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জনসংখ্যা ভিত্তিক ক্যানসার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

নিত্য-নতুন জ্ঞান তৈরিতে গবেষণার বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, পৃথিবীর ৯৯ শতাংশ পিএইচডি গবেষক এবং তার সুপারভাজার ছাড়া তৃতীয় কোনো মানুষের কাজে আসে না। এ রকম গবেষণা বিএসএমএমউ আর করতে চায় না। বিএসএমএমইউ থেকে সেই গবেষণা পরিচালনা করা উচিত যা রোগীদের কল্যাণে কাজে আসে বা যেসব গবেষণা দেশের মানুষের ও দেশের রোগীদের উপকার হবে। সেক্ষেত্রে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কোথায় ছাপা হয়, কী গবেষণা হয় তা জানাতে হবে। গবেষণা মানুষের জন্য হতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন