নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারেক জিয়া পরিষদ’র আয়োজনে শনিবার (১ ফেব্রæয়ারি) সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহ্জ্জ্ব মো: মনিরুল ইসলাম।
তারেক জিয়া পরিষদ নড়াইল জেলা শাখা’র আহবায়ক মো: ইমরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন তারেক জিয়া পরিষদ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক আমিনুল ইসলাম সোহাগ।
তারেক জিয়া পরিষদ নড়াইল জেলা শাখা’র সদস্য সচিব সৈয়দ ওয়ালিউল্লাহ্ মিথুন’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু,সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান প্রমুখ।