হোম শ্যামনগর শ্যামনগর থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ঔষধসহ এক চোরাকারবারি আটক

শ্যামনগর থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ঔষধসহ এক চোরাকারবারি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর থেকে ২ লাখ ৬০ হাজার টাকার আমাদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধসহ জয়দেব দেবনাথ নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের ইসমাইলপুর মুন্না মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক জয়দেব দেবনাথ সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার হারান দেবনাথের পুত্র।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমাণে ঔষধ এনে শ্যামনগর উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসীতে সেগুলো বিক্রি করার চেষ্টা করছেন একটি চোরাকারবারি চক্র এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) সজীবের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সদরের ইসমাইলপুর মুন্না মার্কেটের সামনে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার ঔষধসহ চোরাকারবারি জয়দেবকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ঔষধের মধ্যে রয়েছে ভারতীয় জোনাল-২০এমজি, ইমাটিনিক-৪০০এমজি ট্যাবলেট, ক্যানসার প্রতিরোধক কেমোথেরাপি ও বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জয়দেব চোরাকারবারি দলের সদস্য বলে স্বীকার করেছেন। আটক চোরাকারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন