হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণ 

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণ 

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ম্যারাথন দৌড় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন দৌড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় হয়ে সার্কিট হাউজের সামনে দিয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আমিনুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য কাজী কামরুজ্জামান, মো. আলতাপ হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের  ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ। ম্যারাথন দৌড়ে প্রায় পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নেয়। ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করে নাহিদ ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করে মোহাম্মদ মিলন, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা ও ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন