অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ আহমেদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক সঞ্জিত কুমার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আকতারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মো. আলতাপ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক আরাফাত হোসেন, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, মোঃ আসাদুজ্জামান আসাদ, ফজলুর রহমান, ধারাভাষ্যকার অলিউর রহমান প্রমুখ।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) এর খেলায় সাতক্ষীরা জেলার শ্যামনগর সাতটি উপজেলা ও পৌরসভা অংশ নেয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে অংশ নেয় পৌরসভা বনাম সদর উপজেলা এবং বালক পর্যায়ে কলারোয়া উপজেলা বনাম শ্যামনগর উপজেলা।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে সাতক্ষীরা পৌরসভা দলকে ৪-০ গোলে পরাজিত করে সাতক্ষীরা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বালক পর্যায়ের ফাইনাল খেলায় শ্যামনগর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন এ কে আজাদ কানন ও মিজান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।