হোম খুলনাযশোর মঙ্গলকোট ব্লাড ব্যাংকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মঙ্গলকোট ব্লাড ব্যাংকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ
পরেশ দেবনাথ:
“সেবাই মূল মন্ত্র, সেবাই মূল লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলকোট ব্লাড ব্যাংকের আয়োজনে এলাকার ৭০ জন গরীব অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারী-২৫) বিকেলে স্থানীয় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলকোট ব্লাড ব্যাংকের পরিচালক মেহেফুজ আলম কাজল-এর সভাপতিত্বে এবং বংশীবাজার ব্লাড ব্যাংকের পরিচালক মাসুম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক পরেশ দেবনাথ।
আরও বক্তব্য রাখেন, মঙ্গলকোট ব্লাড ব্যাংকের সদস্য রাসেল, শরিফুল, ওসমান গণি, ফয়সাল, সোহান, রাজু, বংশীবাজার ব্লাড ব্যাংকের সদস্য সজীব, সালেম, মাগুরখালী ব্লাড ব্যাংকের সদস্য নাজমুল প্রমূখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মঙ্গলকোট ব্লাড ব্যাংক, বংশীবাজার ব্লাড ব্যাংক ও মাগুরখালী ব্লাড ব্যাংকের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন