মনিরামপুর(যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে সোমবার যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালিত হয়েছে।
বিকেলে উপজেলা দলিয় কার্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, ফারুক হোসেন,মোনায়েম মোড়ল, কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন,আইয়ুব আলী, ইমরান নাজির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রমুখ। পরে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় অধ্যক্ষ মুফতি মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়