হোম খুলনাযশোর মনিরামপুরে অবসরপ্রাপ্ত ১৫ শিক্ষক-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা

মনিরামপুরে অবসরপ্রাপ্ত ১৫ শিক্ষক-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

মনিরামপুর (যশোর)প্রতিনিধি:

‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থায়ী কবে নীর, হায়রে জীবন নদে’? মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গ ভূমির প্রতি’ কবিতার এ চিরন্তন বাণীকে সামনে নিয়ে অবসরপ্রাপ্ত মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ শিক্ষক ও ২ কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদেরকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বরাকাত মোঃ ফকরুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

সিনিয়র শিক্ষক প্রনয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তছিরুদ্দিন, মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদার, সংবর্ধিত শিক্ষক কামরুল হাসান, তপন কুমার দাস, পরিমল বিশ্বাস, কে,এম শামছুর রহমান, আব্দুস সাত্তার, তপন কুমার দাশ, মহীতোষ কুমার দে, আমিনূর রশীদ, প্রশান্ত কুমার রায় চৌধুরী, ঋতুপদ মন্ডল, ওয়ায়েজ উদ্দীন, অখিল চন্দ্র লস্কর, মোজাফ্ফর হোসেন, মোঃ এয়াকুব আলী এবং কর্মচারী মোঃ মনছুর আলী ও আয়রুন খাতুনসহ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন