হোম আন্তর্জাতিক গাজায় ঢুকেছে মানবিক সাহায্যের ৬৩০টিরও বেশি ট্রাক: জাতিসংঘ

গাজায় ঢুকেছে মানবিক সাহায্যের ৬৩০টিরও বেশি ট্রাক: জাতিসংঘ

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর ৬৩০টিরও বেশি ট্রাক-বোঝাই মানবিক ত্রাণ গাজা অঞ্চলে প্রবেশ করেছে। জাতিসংঘের মানবিক সহায়তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-পোস্টে জাতিসংঘের মানবিক-বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন, ৬৩০টিরও বেশি ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর মধ্যে অন্তত ৩০০টি ট্রাক উত্তরাঞ্চলে মানবিক সহায়তা নিয়ে এসেছে। নষ্ট করার মতো আর সময় নেই।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের পর স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার একটি ‘জটিল ও চ্যালেঞ্জিং কাজ’ হবে।

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গাজায় গতকাল রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অনেক ফিলিস্তিনি এরই মধ্যে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এ নিয়ে অনেকে উল্লাস করছেন। তবে অনেকের মধ্যেই বিষাদের সুর। কেননা তাদের সাজানো বাড়ি আর বাড়ি নেই, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৬ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১০ হাজার ৭৫০ জন আহত হয়েছে। ধ্বংস্তূপের নিচে অনেক মরদেহ থাকতে পারে বলে ধারণা করে হচ্ছে।

জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, গাজার ৯২ শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। চার লাখ ১৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৬০ হাজার বাড়ি পুরোপুরি ধ্বংস এবং দুই লাখ ৭৬ হাজার বাড়ি ব্যাপকভাবে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন