আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটায় উপজেলায় তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। (সোমবার) ২০ই জানুয়ারি বেলা ১১টায় ৩০ মিনিটিতে উপজেলা প্রশাসনের এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য শীর্ষক পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এসময় তিনি বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল দেবহাটা উপজেলা গড়ে তুলতে চাই। সবকিছুর মধ্যেও সুন্দর উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফল ভাবে শেষ হওয়ায় তিনি এ কার্যক্রমে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই সময় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি প্রমুখ,এই অভিযানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রতিটি নাগরিক যেন তার বসবাসের স্থান এবং সকল ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়।