হোম খেলাধুলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
আবারও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ২০২৯ সাল পর্যন্ত রিয়ালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন ৭৭ বছর বয়সী এই ব্যবসায়ী। ২০০৯ সালে থেকে শুরু করে এ নিয়ে পঞ্চমবার লস ব্লাঙ্কোদের প্রধান নির্বাচিত হলেন পেরেজ।আগের চারবারের মতো এবারও পেরেজ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। রোববার (১৯ জানুয়ারি) রিয়াল মাদ্রিদ-লা পালমাস ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে একজনই প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের নাম ঘোষণা করা হয়েছে।’এই নিয়ে ষষ্ঠবার রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হলেন পেরেজ। ২০০০ সালে প্রথমবার দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন এই ব্যবসায়ী। ২০০৯ সাল থেকে টানা দায়িত্ব চালিয়ে যাওয়া পেরেজ গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান।

১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেজের প্রার্থিতা অনুমোদন করা হয়। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন