হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় সরোজিতের রোষানল থেকে রক্ষা পেতে মুদি দোকানীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় সরোজিতের রোষানল থেকে রক্ষা পেতে মুদি দোকানীর সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় দাবিকৃত চাঁদার তিন লক্ষ টাকা না দেওয়ায় স্থানীয় সরোজিত গংরা এক মুদি ব্যবসায়ীকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুরাতন সাতক্ষীরার আব্দুল ওয়াজেদ আলীর ছেলে মোঃ আজিজুল ইসলাম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি কলারোয়া উপজেলার ব্রজবাকশা এলাকায় মুদি দোকান করে জীবিকা নির্বাহ করে আসছেন। মুদি ব্যবসার সুবাদে তালা উপজেলার মদনপুর গ্রামের সরোজিত পাল (৫৫) (মোবা: ০১৭৩৭-৯৪৬৯০৮) এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। এরই সুবাদে সরোজিত পাল প্রায়ই তার (আজিজুল) নিকট আসা যাওয়া করে এবং টাকা লেনদেন হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি ২০২৫ ইং তারিখে হঠাৎ করে সরোজিতসহ কয়েকজন দুটি মোটরসাইকেল যোগে ব্রজবাকশা বাজারে আমার মুদির দোকানের পাশে এসে পথ আটকিয়ে জামার কলার ধরে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে সে আমাকে জীবনে মেরে ফেলে লাশ গুম করে দিবে বলে হুমকি দেয়।

আজিজুল ইসলাম আরও বলেন, এসময় আমার ডাক চিৎকারে পুরাতন সাতক্ষীরা এলাকার খালিদ হাসান সাগর ও আমিনুর ইসলাম এবং কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের সান্টু তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে। তখন সরোজিত আস্ফালন করে বলে এবারে জীবনে বেঁচে গেলি। কিন্তু ভবিষ্যতে আর বাঁচবি না। এসময়  সরোজিত হুমকি দিয়ে বলে মঙ্গলবার ( ২১ জানুয়ারি-২০২৫) ইং তারিখের মধ্যে যদি টাকা না দেই তাহলে জোরপূর্বক আমার নিকট থেকে স্ট্যাম্প ও ব্লাঙ্ক চেকে সই করিয়ে নিবে। এছাড়া আমার ব্যবহৃত মটর সাইকেলটিও নিয়ে নিবে বলে আস্ফালন করে বেড়াচ্ছে। বর্তমানে ভয়ে আমি ও আমার পরিবার দারুন নিরাপত্তাহীনতায় ভুগছি।তিনি সরোজিতের রোষানাল থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন