হোম আন্তর্জাতিক নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর গাজায় যুদ্ধবিরতি শুরু

নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর গাজায় যুদ্ধবিরতি শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে শেষ মুহূর্তে কিছু সময় বিলম্ব হয়।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ওই তিন ঘণ্টার মধ্যে অন্তত ৮ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে নেতানিয়াহুর কার্যালয় থেকে হঠাৎ বলা হয়, যতক্ষণ না জিম্মিদের মুক্তির তালিকা দিচ্ছে হামাস, ততক্ষণ যুদ্ধবিরতি শুরু হবে না।

তবে তালিকা দিতে বিলম্বের জন্য হামাস প্রযুক্তিগত কারণ, পরিস্থিতির জটিলতা এবং অব্যাহত বোমা হামলাকে দায়ী করে। অবশেষে সকাল সাড়ে দশটার দিকে তিন ইসরায়েলি নারীর নাম প্রকাশ করে হামাস।

ইসরায়েল নিশ্চিত করেছে, তারা তালিকাটি পেয়েছে। এর কিছুক্ষণ পরে নিশ্চিত করে, যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট থেকে শুরু হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন