আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজিরহাট মৎস্য সেট ও বাজারের নোংরা যুক্ত পানি শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ড্রেন দিয়ে সরবরাহের কারণে সেখানকার ড্রেনের নোংরা পঁচা পানি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য হানির ঝুকি বাড়ছে। এতে করে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী অনেক কমে গেছে বলে জানা যায়। যার কারণে বিদ্যালয় কতৃপক্ষ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। যার পরিপ্রেক্ষিতে দ্রুত সমাধানের জন্য উক্ত বিদ্যালয়ের ড্রেনটি সরজমিনে পরিদর্শন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল নাহার, সহকারী শিক্ষক আব্দুল মাজেদ,আইয়ুব হোসেন, ফারজানা পাপিয়া। এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল নাহার বলেন,ড্রেন দিয়ে সেডের মাছের দূষিত পানি আসার করণে অনেক দূগন্ধ ছড়ায় এতে করে আমরা বসে ক্লাস নিতে পারি না। ড্রেনে ময়লা পঁচা পানির কারণে শিশুদের বিভিন্ন রোগে আক্রমণ হচ্ছে। শিক্ষার্থীদের এক অভিভাবক বলেন, আমার বাচ্চা নিয়মিত স্কুলে আসতে চায় না,কারণ ক্লাস করতে দূগন্ধে বসে থাকা যায় না,সব সময় বমি বমি হয়। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বলেন, বিদ্যালয় থেকে শিক্ষকরা আমার কাছে অনেক দিন ধরে অভিযোগ করছে কিন্তু আমি মৎস্য সেড কমিটিকে ড্রেনের ময়লা দূগন্ধ পানি অপসারণ করে দিতে বললেও তারা কোন ভাবেই পরিস্কার করে নাই। এতে করে শুধু বিদ্যালয় না ময়লা পঁচা পানি জমে আশে পাশের এলাকায়ও দূগন্ধ ছড়াইয়া পরিবেশ দূষিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন,আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে সরজমিনে এসে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ড্রেনের পঁচা ময়লা পানি অপসারণের ব্যবস্থা গ্রহন করতে বাজার কমিটিকে তদারকি করার দায়িত্ব প্রদান করা হয়।