অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই দ্রুত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
এরিক গারসেটি বলেন, ‘আমি মনে করি, আমরা দুই দেশই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র।
এ ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও উল্লেখ করেন এরিস গারসেটি। তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশ বা যেকোনো দেশেই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। আমি মনে করি, আমাদের একটি সুযোগ আছে।’
বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটা সুযোগ এসেছে। আমরা উভয় দেশই চাই, সেখানে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠা হোক। আমরা চাই, এর মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অতীত পেছনে ফেলে ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় শুরু করবে। অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়। বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কী করতে পারে, তা নিয়ে ভাবতে হবে।