হোম খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফির টিকিটের মূল্য প্রকাশ

চ্যাম্পিয়নস ট্রফির টিকিটের মূল্য প্রকাশ

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফিকে বলা হয় মিনি বিশ্বকাপ। নানান নাটকীয়তার পর ফেব্রুয়ারির ১৯ তারিখে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটির নবম আসরের। পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি-এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। এছাড়াও ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গতকাল গ্যালারিতে বসে খেলা দেখতে চাওয়া দর্শকদের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে পিসিবি। স্টেডিয়াম এবং ম্যাচের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য। গ্রুপ পর্বের ম্যাচ দেখতে সর্বনিম্ন পাকিস্তানি ১ হাজার রুপি এবং সর্বোচ্চ ১৮ হাজার রুপি খরচ করতে হবে দর্শকদের। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৪০ টাকা থেকে শুরু করে প্রায় ৭ হাজার ৯০০ টাকা।

এছাড়াও সেমিফাইনালের ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে সর্বোচ্চ ২৫ হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ১১ হাজার টাকা। ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের মূল্য প্রকাশ করলেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর মূল্য প্রকাশ করেনি পিসিবি।

অন্যদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচের চেয়েও বাংলাদেশের ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে দিগুণ অর্থ। ২৭ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং স্বাগতিক পাকিস্তান। সেই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার টাকা। ১৯ ফেব্রুয়ারিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন