হোম খুলনাযশোর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা নৎসাত করা যাবে না: যশোরে ডিসি

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা নৎসাত করা যাবে না: যশোরে ডিসি

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

মনিরামপুর (যশোর)প্রতিনিধি:

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, সারাদেশের অনেক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই স্বাধীনতা নৎসাত করা যাবে না। সেজন্য বর্তমান অন্তবর্তী সরকারকে সকল ধরনের সহযোগিতা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আজকে এই নতুন বাংলাদেশ যেটা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, তারপর অনেক চড়াই উৎরাই জুলাই বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই বীর সেনানিদের, শ্রদ্ধা জানাই ছাত্র-জনতাকে, যারা আপন কলিজার রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছেন। এর আগে মনিরামপুর থানা পরিদর্শন, পৌর মিনি পার্ক ও সিসি ক্যামেরাসহ সেন্ট্রাল সাইন্ড সিস্টেম উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মনিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রয়েলের পরিচালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌর বিএনপির সদস্য এ কে আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী বর্সষাহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন