হোম খুলনাযশোর মনিরামপুর পৌরশহর ইউএনও নিশাত তামান্নার উদ্যোগে সিসি ক্যামেরার আওতায়

মনিরামপুর পৌরশহর ইউএনও নিশাত তামান্নার উদ্যোগে সিসি ক্যামেরার আওতায়

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্নার উদ্যোগে পৌরশহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নান্দনিক এই উদ্যোগের ফলে পৌরসভার যানজট নিরাসন, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা’সহ অনেক অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা সম্ভাবনা রয়েছে। মনিরামপুর পৌরসভার ইন্জিনিয়ার উত্তম মজুমদার জানান, বাজারের কোথায় কোথায় বেশি যানজট সৃষ্টি হচ্ছে এবং সেটা নিরসন দেখভাল করা, গোটা শহরের চুরি-ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং অনেক ছোটখাটো অপরাধ কর্মকাণ্ড প্রবণতা রোধ করার জন্য এ নান্দনিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক নিশাত তামান্না। বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে। সূত্রমতে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষা মূলকভাবে আড়াই লক্ষ টাকা ব্যয়ে ৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় এই ক্যামেরাগুলো বসানো হয়েছে যাতে সহজে সকল বিষয়গুলো ক্যামেরাবন্দী হয়। আর এটা নিয়ন্ত্রণ করা হবে পৌরসভার প্রশাসকের কার্যালয় থেকে। এতে বাজারের সাধারণ ব্যবসায়ীরা নির্ভয়ে ও সাচ্ছন্দ্যভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবেন। তবে, এর যথাযথ সুফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, প্রথম পর্যায়ে পরীক্ষামূলক ভাবে এটা চালু করা হয়েছে। পৌরশহরে যানজট নিরাসন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে সুফল মিললে অতিদ্রুত গোটা পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন