নড়াইল প্রতিনিধি:
নড়াইলে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ দিবস পালিত হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার সকালে নড়াইল জেলা প্রশাসন এবং পরিবেশ ও বন অধিদপ্তরের আয়োজনে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্ল্যাকার্ড সব্বলিত বহনকারি একটি র্যালি জেলা প্রশাসকের কার্য্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জোবায়ের হোসেন চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল ,সহকারি কমিশনার সঞ্জয় ঘোস , পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে জেলা প্রশাসেক কার্যালয় চত্বরে ফলজ গাছ রোপন করা হয়।