হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে রাতের আঁধারে কৃষকের ফলন্ত গাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা

মোল্লাহাটে রাতের আঁধারে কৃষকের ফলন্ত গাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বুধবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাটের উদয়পুর গ্রামে ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আক্কাস মোড়লের ছেলে রুবেল জানান, প্রায় দুই বিঘা জমির ঘেরের পাড়ে ১হাজার টমেটো গাছের সাথে লাউ ও কুমড়ার চাষ করছিলেন।
বিক্রিও শুরু হয়েছে। গাছগুলো কেটে ফেলায় তার বড় ক্ষতি হয়ে গেল।
দিশেহারা কৃষক আক্কাস ও তার পরিবারের সদস্যরা ঘেরে বসে বিলাপ করছেন আর কাঁদছেন।
তিনি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার প্রতিবেশী মাসুদের দেয়া খবর পেয়ে ছুটে যান তার জমিতে, গিয়ে দেখতে পান তার সমস্ত ফলন্ত গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় তার লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ জানান, প্রতিদিনের ন্যায় তিনি তার ঘেরের পরিচর্যা শেষে বাড়ি ফেরার পথে আক্কাস মোড়লের ক্ষেতে একজনকে কাজ করতে দেখে এগিয়ে যান। কাছে যেতেই মাসুদকে দেখে সে উল্টো পথে হাটা শুরু করে, মাসুদ তাকে ধাওয়া করলে সে দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, আক্কাস মোড়লের সাথে যা করা হয়েছে তা মানুষ খুন করার মত অপরাধের থেকেও বেশি। এ ঘটনা যে ঘটিয়েছে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করার দুঃসাহস করবে না।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা জানান, কৃষকের ক্ষতি কোন ভাবেই কাম্য নয়, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে সরকারি কোন সহায়তার সুযোগ আসলে ক্ষতিগ্রস্ত কৃষককে সাধ্য অনুযায়ী সহায়তা দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন