হোম খুলনাযশোর মনিরামপুর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট শহীদ ইকবালের মায়ের ইন্তেকাল

মনিরামপুর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট শহীদ ইকবালের মায়ের ইন্তেকাল

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

রিপন হোসেন সাজু:

যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন-এর মমতাময়ী মা রাবেয়া বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজেউন)। সোমবার আসর বাদ সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। প্রিয় নেতার মায়ের মৃত্যুতে যশোর জেলা ও মনিরামপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবি মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ছুঁটে যান এবং গভীর শোক জানিয়েছেন। মরহুমের চতুর্থতম ছেলে মনিরামপুর সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিস্তার ফারুক জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

শুক্রবার গ্রামের বাড়ি ফতেয়াবাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যশোর ইবনেসিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুর সময় তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া মৃত্যুর অনেক পূর্বেই তিনি স্বামীকে এবং বছর তিনেক আগে এক পুত্র সন্তানকে হারান। সোমবার আসর বাদ মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে নামাজ জানাযা শেষে গ্রামের বাড়ি ফতেয়াবাদ পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এদিকে ডিগ্রি কলেজ মাঠে প্রিয় নেতার মমতাময়ী মায়ের জানাযা নামাজে জনসমুদ্রের ঢল নামে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ছুঁটে যান, জানাযা নামাজে অংশগ্রহণ করেন ও গভীর শোক জানিয়ে বিবৃতি জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আলহাজ্ব মোঃ মুছা, যশোর জেলা জামায়াতের আমীর প্রভাষক গোলাম রসুল, মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, খান শফিয়ার রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুর রহমান, সেক্রেটারি প্রভাষক খলিলুর রহমান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সহ-সভাপতি জি এম ফারুক আলম, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু’সহ সাংবাদিকবৃন্দ, যশোর জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব শাহিদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি অলিয়ার রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জুয়েলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। জানাযা নামাজ পরিচালনা করেন ফতেয়াবাদ মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন