হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ

মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট)  প্রতিনিধিঃ
জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এই লিফলেটে তাঁরা সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সোহাগ মোল্লা রাব্বির নেতৃত্বে মোল্লাহাট সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মোল্লাহাট উপজেলা সংগঠক কেএম ফয়সাল রহমান, চৌধুরী জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধানমন্ডি থানা প্রতিনিধি খন্দকার সাকিবুল ইসলাম, মাজহারুল ইসলাম সহ অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থানে শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। জুলাইয়ে অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে,ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন