হোম ঢাকা দাবি মানার আশ্বাসে অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

দাবি মানার আশ্বাসে অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

অনলাইন ডেস্ক:
তিন দফা দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তবে বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহীদ মিনারে এ ঘোষণা দেন বোটানি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব।

তিনি বলেন, বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এ ছাড়া অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিন বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করেন তারা। অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা হেঁটে যাত্রা করেন। বিকেল পৌনে ৫টার দিকে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা। পরে দাবি মানার আশ্বাসে সেখান থেকে সরে যান।

এর আগে তিন দফা দাবিতে গণ–অনশন করে সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন