হোম খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফি থেকে লিটনের বাদ পড়ার কারণ জানালো বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফি থেকে লিটনের বাদ পড়ার কারণ জানালো বিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস। তাই গুঞ্জন ছিল আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়বেন এই উইকেটরক্ষক ব্যাটার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি লিটনের। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটন বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ার প্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের ওপর।’

তবুও লিটনের ওপর আস্থা ছিল জানিয়ে লিপু আরও বলেন, ‘তারপরও আমরা তার ওপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন