স্পোর্টস ডেস্ক:
ফুটবল মাঠে বেশ দাপট দেখাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। বয়স মাত্র ২৪। ক্যারিয়ার এখনও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে। তবে এখনই ফুটবল ক্লাবের মালিক হওয়ার পরিকল্পনা করছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, পর্তুগালে দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন ভিনিসিয়ুস।
পর্তুগালে দ্বিতীয় বিভাগে ১৮টি ক্লাবের মধ্যে একটি কিনতে চাইছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ক্লাব কেনায় একটি বিনিয়োগ প্রতিষ্ঠান পাশে আছে। স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপের সাংবাদিক রবার্তো আন্তোলিন ভিনিসিয়ুসের ক্লাব কিনতে আলোচনা শুরুর খবর প্রথম প্রকাশ করেন।
ইএসপিএন জানিয়েছে, ব্যবসায়িক চিন্তাভাবনায় বৈচিত্র্য আনতে অবসর পরবর্তী জীবন মাথায় রেখে ক্লাব কেনার কথা ভাবছেন ভিনিসিয়ুস। তবে গ্লোবো জানিয়েছে, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। রিয়াল মাদ্রিদের এই তারকা ঠিক কোন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন, সেটাও নিশ্চিত করে জানা যায়নি।
তবে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, তিনি আলভেরকা ক্লাব কেনার বিষয়ে আলোচনা করছেন। পর্তুগালের লিসবনের কাছে অবস্থিত এই ক্লাবটি বর্তমানে দ্বিতীয় বিভাগে আট নম্বরে রয়েছে।
ভিনিসিয়ুস ১২২ কোটি ৫৫ লাখ টাকায় আলভেরকা ক্লাবটি কেনার প্রস্তাব দিয়েছেন। ২০২৪ সালে ভিনিসিয়ুস ৫ কোটি ৫০ লাখ ডলার আয় করবেন, যার মধ্যে ৪ কোটি ডলার বেতন এবং ১.৫ কোটি ডলার স্পনসর চুক্তি থেকে আসবে।
অন্যদিকে, ভিনিসিয়ুসের ব্যক্তিগত স্পনসরদের মধ্যে গ্যাটোরেড, পেপসি, ইউনিলিভার এবং নাইকির মতো বড় প্রতিষ্ঠান রয়েছে। ব্রাজিলে তার একটি সামাজিক সেবা প্রতিষ্ঠানও রয়েছে, যা বিভিন্ন সেবামূলক কাজের জন্য বিনিয়োগ করে।