হোম খুলনাযশোর কেশবপুরে ভাইয়ের শত্রু ভাই 

কেশবপুরে ভাইয়ের শত্রু ভাই 

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ
স্টাফ রিপোর্টার:
কেশবপুরের কেদারপুর গ্রামের বড় ভাই কর্তৃক ছোট ভাই এর সম্পত্তি জবর দখল ও পুকুর খননে বাঁধা সৃষ্টির ঘটনা ঘটেছে।  এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ছোট ভাই কেদারপুর গ্রামের নেছার আলী গাজীর ছেলে জি এম ফরহাদ হোসেন কেশবপুর থানায় বড় ভাই নূরমোহাম্মদ, তার স্ত্রী নাজমা বেগম,কন্যা নুরনাহার নুপুর, ছেলে আসাদের নামে ফরহাদ হোসেনের ক্রয়কৃত ভোগদখলীয় ৮৪ শতক জমি জবর দখলের অভিযোগ আনে। এ ছাড়া পুকুর খননে বাঁধা সৃষ্টি ও তাকে মারপিট করে বলে অভিযোগ।
এ ঘটনা নিষ্পত্তির জন্য কেশবপুর থানার এস আই মোখলেসুর রহমান দুপক্ষকে কেশবপুর থানায় ডাকেন,কিন্তু বড়ভাই নূর মোহাম্মদ একের পর এক সময়ের নামে অজুহাত দেখিয়ে মীমাংসা ও ন্যায্য বিচার পাওয়া থেকে বঞ্চিত করে আসছে বলে অভিযোগ।  হয়রানির শিকার জি এম ফরহাদ হোসেন বলেন,তার বড়ভাই পুকুর খননে বাঁধা সৃষ্টি ও তার জমি জোর পুর্বক ঘিরে নিয়েছে। এ ছাড়া জোর জবরদস্তি করে তার ৪ শতক জমিতে ভবন নির্মাণ করে,এ নিয়ে গ্রামে একাধিক বার বসলেও বড়ভাই নূর মোহাম্মদ কোন সিদ্ধান্ত না মানায় থানায় লিখিত অভিযোগ করেছেন।  এ ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে না পাওয়ায় বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি। থানার এস আই মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, মীমাংসার উদ্দেশ্য বসা হলেও  বিষয় টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন