স্টাফ রিপোর্টার:
পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মুর্তি উন্মোচন করা হয়েছে।শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির উদ্যোগে এ মুর্তি উন্মেচন করা হয়।মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী।
ফিতা কেটে মুর্তির অবয়ব উন্মোচন ও অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দজী মহারাজ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি ডাঃ সুশান্ত ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, মাধব চৈতন্য ব্রহ্মচারি প্রমুখ।
বক্তারা স্বামী বিবেকানন্দের রচনার উদ্ধৃতি তুলে ধরে বলেন, “শক্তিই জীবন, দুর্বলতাই জীবন” এটাই হিন্দু জাতির মূল মন্ত্র।
হিন্দু ধর্মের মাহাত্ম্য সারা বিশ্বে তুলে ধরার জন্য স্বামী বিবেকানন্দের ১৮৯৩ সালের আমেরিকার শিকাগো বক্তৃতার সারাংশ তুলে ধরেন বক্তারা।জাত পাত ভুলে মানুষের সেবায় নিজেকে কিভাবে সমর্পণ করা যায় তার অন্যতম পথিকৃৎ ছিলেন স্বামী বিবেকানন্দ।
দেরীতে হলেও জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণাজী তারে স্বর্গীয় বাবা ও মায়ের স্মরনে স্বামীজীর ১৬২ তম জন্মতিথির আগেই স্বামী বিবেকানন্দ’র মুত্র্ িপ্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।
অনুষ্ঠান শেষে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।