হোম খুলনাযশোর মনিরামপুরে হিউম্যানিটি ফর সোসাইটির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণী শিক্ষার্থীদের সংবর্ধনা

মনিরামপুরে হিউম্যানিটি ফর সোসাইটির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণী শিক্ষার্থীদের সংবর্ধনা

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে স্বেচ্ছাসেবি সংগঠন হিউম্যানিটি ফর সোসাইটির উদ্যোগে অবসরকালীন শিক্ষক ও গুণী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সংস্থাটির সদস্যরা উপজেলার সোহবারমোড় নামক স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় টেংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন ও কদমবাড়িয়া দাখিল মাদরাসার ২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এই সংবর্ধনা দিয়েছে। একই সাথে তারা দুই প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০ জন করে মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেন।

হিউম্যানিটি ফর সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান বলেন, নিজেদের অর্থায়নে আমরা মূলত সমাজের দুস্থ ও অসহায়দের নিয়ে কাজ করি। সোহরাবমোড়সহ আশপাশের কয়েকজন তরুণ সমাজসেবককে নিয়ে ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। তখন আমরা টেংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক অনুদান দিয়েছিলাম। এবার টেংরামারি হাইস্কুলের সাথে এলাকার কদমবাড়িয়া দাখিল মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে। কামরুল হাসান বলেন, শিক্ষকরা অবসরে গেলে আর তাঁদের খবর সমাজ রাখে না। আমরা এবার শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার দুই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৮ শিক্ষককে সংবর্ধনা দিয়েছি।

টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধীর মণ্ডল বলেন, বেশ কয়েক বছর আগে আমরা চাকরি থেকে ৬ শিক্ষক অবসর নিয়েছি। এরপর কেউ আমাদের খোঁজ রাখেননি। আমাদের পুরোনো শিক্ষার্থীদের পরিচালিত হিউম্যানিটি ফর সোসাইটি সংস্থার উদ্যোগে আজ আমরা একত্রিত হতে পেরে উচ্ছ্বাসিত।

এসময় সংস্থার সদস্য নজরুল ইসমান, সোহরাব হোসেন, আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, সোহাগ হোসেন, শরিফুল ইসলাম, মামুন হোসেন, আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন