সংকল্প ডেস্ক:
সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ জানুয়ারি) দুপুর ৩ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম,সদর উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুর বারী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন,সাতক্ষীরা সদর থানার ওসি(অপারেশন) সুশান্ত ঘোষ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুর হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,বৈকারি ইউনিয়নের চেয়ারম্যান আবু মোহাম্মদ মোস্তফা কামাল, আলিপুরের ইউপি সচিব শরিফুল ইসলাম, ঘোনা ইউপি সচিব মনণেষ কুমার সাধু,বাঁশদাহ ইউপি সচিব বিপ্লব কুমার দাস, আগড়দাড়ী ইউপি সচিব মোঃ আবুল কালাম, শিল্পায়ন সংগীত সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোঃ আবুল হাসান হাদী,মাহমুদ হাসান,মনিরুল ইসলাম মো: আব্দুর রাজ্জাক,শেখ আমিনুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন,যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, মুখপাত্র মহিনী পারভীন,নাজমুল হোসেন রনি, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস প্রমুখ।
সভায় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, শীতকালীন ক্রীড়া, পরিস্কার পরিচ্ছন্নতা, কর্মশালা, ইংলিশ অলিম্পিয়াড, উন্মুক্ত কম্পিটিশন, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, মশক নিধন ও জলাবদ্ধতা রোধসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।