হোম অন্যান্যসারাদেশ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অক্সিজেন সেবা ব্যাংকে আরও ৪টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অক্সিজেন সেবা ব্যাংকে আরও ৪টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত

কর্তৃক
০ মন্তব্য 116 ভিউজ

নড়াইল অফিস:

মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা রোগির চিকিৎসার জন্য অক্সিজেন সেবা ব্যাংকে আরও ৪টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হয়েছে ৩১ জুলাই বিকেলে নড়াইল এক্সপ্রেস হেল্থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে লোহাগড়া পৌর এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসি বিদ্যুৎ কুমার সূত্রধর ৩টি এবং সদরের চন্ডিবরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সৈয়দ মুন্তাসীর হাফিজ ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন ফাউন্ডেশনের সহ সভাপতি শামীমূল ইসলাম টুলু এবং লোহাগড়া পৌরসভার কাউন্সিলর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্য আ নিচুর রহমান। এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, ফাউন্ডেশনের কর্মকর্তা এমএম কামরুল আলম, ইস্রাফিল খবির রাজু, ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই থেকে ফাউন্ডেশন নড়াইল জেলায় ফ্রি পাল্স অক্সিমিটারসহ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। জেলায় এ পর্যন্ত ৪০জন করোনায় আক্রান্ত স্বাসকষ্টের রোগির অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। অধিকাংশ স্বাসকষ্টের রোগিকে বাড়িতে গিয়ে ফ্রি এ অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন