হোম বিনোদন ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপনের পক্ষে যুক্তি দিলেন শাহরুখ

ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপনের পক্ষে যুক্তি দিলেন শাহরুখ

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

বিনোদন ডেস্ক:
বলিউডের সুপারস্টার শাহরুখ খান সফট ড্রিঙ্ক পণ্যের প্রচারে অংশ নিয়ে পড়েছিলেন সমালোচনার মুখে। সেবার অনেকেই দাবি করেছিলেন সফট ড্রিঙ্ক শিশুদের জন্য ক্ষতিকর। অকপট প্রতিক্রিয়ায় অভিনেতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই আহ্বান জানান, সফট ড্রিঙ্ক যদি ক্ষতিকরই হয় তবে তার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ হওয়া উচিত। কিন্তু সেটি না করে পণ্য প্রচার নিয়ে আপত্তি তোলা একেবারেই উচিৎ নয় বলে তিনি মনে করেন।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান এমনই থাকবে। আপনারা নিষিদ্ধ করুন। আমাদের দেশে বিক্রি করতে দেবেন না। যদি আপনি মনে করেন এটি শিশুদের জন্য ক্ষতিকর, তাহলে নিষিদ্ধ করুন। ধূমপান ক্ষতিকর- তাহলে দেশে সিগারেটের উৎপাদন হতে দেবেন কেন? যদি মনে কোমল পানীয় ক্ষতিকর, তবে তারও অনুমতি দেবেন না।’

বলিউড বাদশাহ আরও বলেন, ‘দেখুন, আমার যুক্তি হলো, আপনি এটি বন্ধ করছেন না কারণ এটি আপনাকে রাজস্ব এনে দেয়। সত্যি কথা বলতে কি, ক্ষতিকর এইসব পণ্য বন্ধ করলে সরকার এইসব থেকে আর রাজস্ব পাবেনা। এগুলো তো রাজস্বের বড় উৎস। দয়া করে আমার আয় বন্ধ করবেন না। আমি একজন অভিনেতা। এটা করেই আমি খাই। যদি আপনি মনে করেন বাজারে ওগুলো থাকা উচিৎ নয় তবে সেটা বন্ধ করেন। কোনো সমস্যা নাই তো।’

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান সিনেমায় ধূমপানের দৃশ্য সেন্সর করা এবং সৃজনশীল স্বাধীনতার উপর বিধিনিষেধের ব্যাপক প্রভাব সম্পর্কে তার মতামতও দিয়েছিলেন।

শাহরুখ বলেন, ‘দেখুন, বিষয়টি আরও গভীরভাবে ভেবে দেখতে হবে। আজ ধূমপান বন্ধ হলো। কাল কী? এবং এরপর এটি কোথায় গিয়ে থামবে? শিল্পমাধ্যমকে স্বাধীনভাবে থাকতে দেওয়া উচিত। আমি সত্যিই বিশ্বাস করি যে ভারতীয় জনগণ যথেষ্ট সচেতন এবং বুঝতে সক্ষম যে ধূমপান কতটা ক্ষতিকর। আর কোনো অভিনেতার ধূমপানের কারণে কেউ ধূমপান শুরু করবে এমনটি ভাবার কোন কারণ নেই। আমার মনে হয় ক্ষমতাবানদের উচিত ধূমপানের চেয়ে সিনেমায় আরও বড় স্বাস্থ্য সমস্যা নিয়ে ভাবা।’

শাহরুখ খানকে সর্বশেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ সিনেমায়। বর্তমানে তার ব্যস্ত সময় কাটছে পরবর্তী সিনেমা নিয়ে। জানা গেছে সিনেমাটির নাম ‘কিং’। এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার কন্যা সুহানা খান এবং অভিষেক বচ্চন।

এবারের নতুন বছরটিও ভারতের শীর্ষ ধনকুবের আম্বানি পরিবারের সঙ্গে গুজরাটের জামনগরে উদ্‌যাপন করেছেন শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং ছোট সন্তান আবরাম খান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন