হোম স্বাস্থ্য ডেস্ক একটি সিগারেট আপনার জীবন থেকে গিলে খাচ্ছে ২০ মিনিট

একটি সিগারেট আপনার জীবন থেকে গিলে খাচ্ছে ২০ মিনিট

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

স্বাস্থ্য ডেস্ক:

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মানব শরীরকে কার্যত তিলতিল করে ধ্বংস করে দেয় সিগারেট। একটি গবেষণায় জানানো হয়েছে, একটি সিগারেটের জেরে একজন পুরুষের জীবন থেকে ১৭ মিনিট কেড়ে নেয়।

অন্যদিকে নারীদের ক্ষেত্রে একটি সিগারেট ২২ মিনিট করে কেড়ে নেয়। অর্থাৎ সিগারেট যে কতটা ক্ষতি করে মানব শরীরে, তা সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও স্পষ্টভাবে।

সিগারেট যে কোনো সময় মানুষের জীবন থেকে ২০ মিনিট ছিনিয়ে নিতে পারে। অর্থাৎ একটি সিগারেট আপনার জীবন থেকে দুর্মূল্য ২০ মিনিট সময় মুহূর্তে ছিনিয়ে নিতে পারে বলে গবেষণায় জানানো হয়েছে।

সিগারেট নিয়ে যে গবেষণা সম্প্রতি প্রকাশ্যে আসে, সেখানে জানানো হয়, ধূমপানের জেরে মানুষের জীবনে কতটা কুপ্রভাব পড়ে। মানুষের জীবন থেকে কতটা করে সময় ধূমপানের জেরে নষ্ট হয়ে যেতে পারে, তা ওই গবেষণা থেকে স্পষ্ট। জীবন নিয়ে যেমন টানাটানির আশঙ্কা থাকে সিগারেটেরে জেরে, তেমনি দুরারোগ্য ব্যাধিও যে কোনো সময় ধূমপায়ীদের জীবনে হাজির হতে পারে বলে জানানো হয় সাম্প্রতিকতম গবেষণায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন