হোম জাতীয় ১৭ বছর বয়সে ভোটার হওয়াকে সমর্থন করে জামায়াত আমীর

১৭ বছর বয়সে ভোটার হওয়াকে সমর্থন করে জামায়াত আমীর

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটারদের বয়স ১৭ করার উদ্যোগকে জামায়াত সমর্থন করে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা বলি তাদেরকে ভোটার করা হোক। রাস্তায় তো এরাই নেমে জীবন দিয়েছে। আপনি আমি যেটা পারিনি, আল্লাহর সাহায্য নিয়ে এসে অসাধ্য সাধন করেছে তারা।’
সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিতে পারে, আমরা দেশবাসী তাদের ভোটের অধিকার দিতে পারি না? আমরা চাই তারা ভোটের অধিকার পাক। আগামী বাংলাদেশ জামায়াত যুবকদের হাতে তুলে দেবে। শুধু জামায়াতে ইসলাম নয় গোটা জাতি তুলে দেবে।’

তিনি আরও বলেন, ‘যে যুবকরা জীবন দিতে পেরেছি দেশে এবং জাতির জন্য, সেই যুবকদের কাছে এই দেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যে সন্তানরা আমাদেরকে স্বাধীনতা এনে দিলো, এই দেশের মানুষকে একটা মুক্ত পরিবেশ উপহার দিলো এই সন্তানদেরকে আমরা চুমু দেব, চুমু, চুমু। আমাদের অন্তরে তাদের আসন হবে ভালোবাসার, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার। কারণ সাড়ে ১৫ বছর আন্দোলন করা আমরা রাজনৈতিক দলগুলো স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারিনি, সেই পতন হয়েছে আমাদের ছেলেমেয়েদের আন্দোলনে, তাদের নেতৃত্বে, তাদের হাতে…এটা আমাদের গর্বের।

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে অফিস আদালতে ঘুষ থাকবে না, দখলদারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সম্ভাবনার এ বাংলাদেশকে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা ফোকলা দেশে পরিণত করেছে। বিগত সরকার বাংলাদেশ থেকে ১৬ লাখ কোটি টাকা পাচার করেছে। টাকা পাচারের পর, যে দেশে টাকা পাচার করেছে সেই দেশে পালিয়ে গেছে।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের মা-বোনেরা ঘরে বাইরে সর্বত্র ইজ্জতের সাথে তাদের দায়িত্ব পালন করবেন। এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন