হোম জাতীয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো শেষ করার তাগিদ রাষ্ট্রপতির

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো শেষ করার তাগিদ রাষ্ট্রপতির

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

অনলাইন ডেস্ক:

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিনকে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিনদিন সম্প্রসারিত হচ্ছে।

সোমবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে এলে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা যেন রাশিয়ায় আরো বেশি উচ্চশিক্ষার সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে গম ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ আমদানি করে। খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশকে যৌথভাবে কাজ করতে হবে।

সাক্ষাতে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন