হোম আন্তর্জাতিক পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা

পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন। খবর খামা প্রেসের।

ডনের বরাত দিয়ে খামা প্রেস জানিয়েছে, দেরাতং রুটে নিরাপত্তা ঘাঁটিতে এই হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এই হামলা করেছে। এতে চারজন আহত হয়েছে এবং নিরাপত্তা ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

এর জবাবে গত মঙ্গলবার আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে পাকিস্তান বলেছে, তারা টিটিপির স্থাপনা লক্ষ্য হামলা করেছে।

এরপরে পাকিস্তানের ওপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের।

পরবর্তীতে আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও ৮ জন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এরপরেই পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে সর্বশেষ এই হামলার খবর এলো।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বরাত দিয়ে বলা হয়েছে, গত ১০ মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত ৯২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৩৫৩ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন