হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

ফকিরহাট  প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করায় বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্যবিরোধী বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুরমোহম্মদ।

সদস্য সচিব বীর মুকিতযোদ্ধা শেখ সাহিদুর রহমান জোয়ার পরিচালনায় এসময় বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার রায়, সুপ্রবাশ পাল, চিত্ত রঞ্জন বিশ্বাস, রফিকুল ইসলাম ভ‚ইয়া, রিঙ্গনা আনোয়ারা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ সভা থেকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন