হোম খুলনানড়াইল নড়াইল বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকালে নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা মীর্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন জেলা আমির অ্যাডঃ আতাউর রহমান বাচ্ছু । জামায়াতে ইসলামীর পৌর শাখার সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইল জেলা শাখার, সহকারী সেক্রেটারী মো: আইয়ুব হোসেন খাঁন, জেলা জামায়াত নেতা মোঃ হেমায়েত উল হক হিমু, সদর উপজেলা আমির ও কর্মপরিষদ সদস্য,জামায়াত নেতা হাফেজ মাও ঃ আবদুল্লাহ আল আমিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা, উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার বিনা বিচারে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমাদের কেন্দ্রীয় নেতাদের হত্যা করেছিল। আমাদের নেতাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি না হলেও মিথ্যা সাক্ষি সাজিয়ে অপরাধি বানিয়ে হত্যা করা হয়েছিলো। আজ সময় এসেছে তাদের তৈরী করা আইনেই তাদের বিচার করা হবে, এখন আর জোর করে সাক্ষী আনতে হবে না, সাক্ষী দিতে হাজার হাজার লোক অপেক্ষা করছে। তিনি আরো বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চায়। তারা যেন ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করে পরিচালনা করে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।#

সম্পর্কিত পোস্ট

মতামত দিন