মিলন হোসেন বেনাপোল :
ঈদুল আযহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে ৩ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে ।বন্ধ থাকা কালিন ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ঈদুর আযহা উপলক্ষে ৩১ জুলাই ১ ও ২ আগস্ট তিন দিন বেনাপোল স্থলবন্দর বন্ধ থাকছে। ৩ আগস্ট থেকে পূনরায় বানিজ্য শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশনের (ওসি) আহসান হাবিব জানান আমদানি-রফতানি বন্ধ থাকলেও ভারতে আটকা পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আসতে পারবেন ।
বেনাপোল পোর্টথানার (ওসি) মামুন খান জানান, ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি বাড়ানো হবে।