হোম খুলনাবাগেরহাট মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের টেস্ট বাণিজ্য

মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের টেস্ট বাণিজ্য

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ
মোল্লাহাট  প্রতিনিধিঃ
“মোল্লাহাট হাসপাতালে টেস্টে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে  দৈনিক জন্মভূমি ” পত্রিকায় গত ১৯ ডিসেম্বর প্রকাশিত নিউজের পর অভিযুক্ত ল্যাব ইনচার্জ কামরুজ্জামানকে তিরস্কারমুলক শাস্তি সহ ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিভূতি মল্লিক জানান, আমি ভারপ্রাপ্ত হিসেবে সদ্য দায়িত্ব প্রাপ্ত হয়েছি, এ বিষয়টি আমার জানা ছিলনা, অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আমি একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। তদন্ত কমিটির রিপোর্ট ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অভিযুক্ত ল্যাব ইনচার্জ  কামরুজ্জামানকে ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে, সে এখন শুধুমাত্র ল্যাব টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে। ল্যাবের সকল আর্থিক হিসাবের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে সে যেন এমন অপকর্ম না করে সে ব্যাপারে তিরস্কারমুলক কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।
ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করার সুযোগ পাবে না মর্মে আশ্বস্ত করে তিনি বলেন, ল্যাব টেস্ট এর মুল্য পরিশোধের জন্য আমরা একটি আলাদা ডেক্সের ব্যবস্থা করেছি, যেখানে টেষ্টের মুল্য তালিকা অনুযায়ী রশিদ প্রদান করা হবে এবং প্রদানকৃত রশিদ বই ও অর্থ সংরক্ষণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন