হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে বৃত্তিপ্রাপ্ত ৩৮২ জন শিক্ষাথীর সংবর্ধনা প্রদান

সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে বৃত্তিপ্রাপ্ত ৩৮২ জন শিক্ষাথীর সংবর্ধনা প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে অংশগ্রহনকারী বৃত্তিপ্রাপ্ত ৩৮২ জন শিক্ষাথীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্টার কিডস, সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী কলেজ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।

স্টার বৃত্তি উৎসবের পরিচালক এ.টি.এম আবু হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের উপধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ, দিবানৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামান, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ জাকির হোসেন, সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হুসাইন, একই কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক কামরুজ্জামান রাসেল, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু মুছা, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ, বাংলাভিশন টিভি চ্যানেল ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, মেধাবী ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ৮ নভেম্বর-২০২৪ তারিখে সম্পূর্ণ অলাভজনকভাবে সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসব-২০২৪ এর আয়োজন করে স্টার কিডস। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০২ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি উৎসবে অংশ গ্রহন করে। যাছাই বাছাই শেষে ৩৮২ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১৫৬ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পায়। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের হাতে আজ শনিবার সকালে ক্রেস্ট ও মেডেল প্রদান করে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন