হোম খেলাধুলা হাইব্রিড মডেলে ভারত-পাকিস্তান ম্যাচ আরব আমিরাতে

হাইব্রিড মডেলে ভারত-পাকিস্তান ম্যাচ আরব আমিরাতে

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান-ভারতের নাটকীয়তা শেষ হয়েও যেন হচ্ছিলো না। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে আয়োজক দেশ পাকিস্তান রাজি হলেও জটলা পেকেছিল সহযোগী দেশ নির্বাচন নিয়ে। এ ক্ষেত্রে পিসিবির পছন্দের তালিকায় ছিল সংযুক্ত আরব আমিরাত ও কলম্ব। তবে সম্ভাব্য এই ভেন্যুর নাম প্রকাশ করার কয়েক দিন কেটে গেলেও হাইব্রিড মডেলে সহযোগী হিসেবে চূড়ান্ত কোনো নাম জানাচ্ছিলো না পিসিবি।

অবশেষে রোববার রাতে সেটিও জানিয়ে দিল আয়োজকরা। তাতে নিশ্চিত করেছে ভারতের ম্যাচগুলো কলম্বোতে নয় সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানে শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

রোববার রাতে বিবৃতিতে পিসিবির মুখপাত্র আমির মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাহায়ান মাবারক আল নাহায়ানের সঙ্গে বৈঠকের পর ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে চূড়ান্ত করা হয়েছে।’

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে আট দল নিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। সম্ভাব্য সূচি অনুসারে প্রথম ম্যাচে করাচিতে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। তারপর দিনই দুবাইয়ে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে।

ঐ মাঠেই ২৩ ফেব্রুয়ারি বসবে আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। মুখে ভারত-পাকিস্তান। এছাড়া দ্বিতীয় গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নিশ্চিতভাবেই ঐ ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। যদিও আইসিসি এখনো চুড়ান্ত সূচি নিশ্চিত করেনি হাইব্রিড মডেলের ভেন্যু নিয়ে ঝামেলাতেই এটি চূড়ান্ত করতে পারছিল না সংস্থাটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন