হোম বিনোদন চিরকুট ব্যান্ডে ফের ভাঙন

চিরকুট ব্যান্ডে ফের ভাঙন

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

বিনোদন ডেস্ক:
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ব্যান্ডটি একের পর এক ভাঙনের মুখে পড়ছে। পিন্টু ঘোষ, ইমন চৌধুরীর পর এবার দল ছাড়লেন ব্যান্ডটির কি-বোর্ডিস্ট জাহিদ নিরব।

২০১৫ সালে চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিনের হাত ধরে ‘আয়নাবাজি’ সিনেমার ‘দুনিয়া’ গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে যাত্রা শুরু করেন জাহিদ নিরব। অবশেষে শেষ হলো এ ব্যান্ডের সঙ্গে তার নয় বছরের পথচলা।

চিরকুটের নতুন গান প্রকাশের দিন সোমবার (২৩ ডিসেম্বর) জাহিদ নিরবের দল ছাড়ার বিষয়টি জানা গেছে। দলটির অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন নিরব তাদের সঙ্গে নেই। তবে তার জন্য শুভকামনা জানিয়েছেন।

ব্যান্ডদলের বাইরে বিজ্ঞাপন দুনিয়ায় বেশ আলোচিত জাহিদ, ২০১৮ সাল থেকে প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেছেন। শুধু বিজ্ঞাপনের আবহসংগীত নয়, ‘ক্লোজআপ কাছে আসার গল্প’, শর্ট ফিল্ম এবং ফিকশনে কাজ করে এরই মধ্যে আবহসংগীতে আলো ছড়িয়েছেন তিনি। ‘মহানগর’, ‘মুন্সিগিরি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র মতো ওয়েব ফিল্মের আবহসংগীত করেছেন তিনি।

সিনেমাতেও নাম লিখিয়েছেন জাহিদ নিরব। আলোচিত ‘পরাণ’ সিনেমার আবহসংগীত তার, ‘পদ্মপুরাণ’ সিনেমার আবাহসংগীতসহ সিনেমাটির থিম সং ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ গান কম্পোজিশন করেছেন জাহিদ নিরব।

জাহিদ নিরব পরী মণির ‘প্রীতিলতা’ ও আরিফিন শুভর ‘নূর’ সিনেমার আবহসংগীতের কাজ করছেন। বর্তমানে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র মিউজিক করছেন। এ সিরিজের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। পারিবারিকভাবেই সংগীতের ভুবনে যাত্রা শুরু করা জাহিদ নিরবের সংগীতে হাতেখড়ি তার বাবার হাত ধরেই।

এদিকে ব্যান্ডে ভাঙনের খবরের মধ্যেই নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। আগামী বছর প্রকাশ পাবে চিরকুটের চতুর্থ অ্যালবাম।

প্রসঙ্গত, এর আগে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে।

তবে পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন