হোম অন্যান্যসারাদেশ খুলনার সাবেক চেয়ারম্যান সন্ত্রাসী মিনা কামাল ‘বন্দুক যুদ্ধে’ নিহত

খুলনার সাবেক চেয়ারম্যান সন্ত্রাসী মিনা কামাল ‘বন্দুক যুদ্ধে’ নিহত

কর্তৃক
০ মন্তব্য 115 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় র‌্যাবের সাথে ‘বন্দুক যুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটা কেস্ট (৫৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বাগেরহাটের রামপাল উপজেলায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। মিনা কামাল রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছিলেন।

তার বিরুদ্ধে হত্যা,গুম ও সন্ত্রাসী কার্যাকলাপের অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে। জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল। তিনি রূপসা উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬’এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপালের ভেকুটিমারি এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে অভিযান চালায় র‌্যাব।

এসময় মিনা কামালের লোকজন র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মিনা কামাল গুলিবিদ্ধ হন এবং তার সঙ্গীরা পালিয়ে যান। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় মিনা কামালকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ছুরি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মিনা কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে। রামপাল থানার ডিউটি অফিসার আসছার উদ্দীন খান জানান, ‘বন্দুক যুদ্ধে’র পর র‌্যাব সদস্যরা সকাল ৬টার দিকে গুলিবিদ্ধ মিনা কামালকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মিনা কামাল খুলনার রূপসা উপজেলার চিহ্নিত খুনি-সন্ত্রাসী। তার কর্মকান্ড খুলনার এরশাদ শিকদারকেও হার মানিয়েছে। জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় ছিল তার নাম। আবার দলীয় পদ-পদবি না থাকলেও নিজেকে যুবলীগ নেতা দাবি করতেন মিনা কামাল। তার বিরুদ্ধে ২৫টিরও বেশি মামলা, শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। যার মধ্যে নয়টি খুনের মামলা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন