হোম ঢাকা চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মারামারিতে কলেজছাত্র নিহত

চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মারামারিতে কলেজছাত্র নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

অনলাইন ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে আল্লাহর দান নামের বেকারির কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই গ্রুপের মারামারিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫/৩০ জন।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় উপজেলার উলুসাড়া (চৌকিদারের টেক) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কালাম (২৬)। তিনি কালিয়াকৈরের উলুসারা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। চন্দ্রা সরকারি কলেজের ২০১৯ ব্যাচের ছাত্র এবং উপজেলার কালামপুর (খাজারডেক) এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উলুসাড়া (চৌকিদারের টেক) এলাকায় এরফান ও পিচ্চি আকাশ গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে আল্লাহর দান বেকারির কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে এরফান গ্রুপের কয়েকজন লোক আল্লাহর দান বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে আকাশ তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলে দুই গ্রুপের বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে হাতহাতিসহ মারামারির ঘটনা ঘটে। সেখানে আহত হন আবুল কালাম। পরে বেকারির মালিক হারুন-অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত কালামকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, আল্লাহর দান বেকারি কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ হেফাজতে নিয়ে মর্গে পাঠায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন