হোম অন্যান্যসারাদেশ সীমান্তবর্তী বাঁশের সেতু হুমকির মুখে সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

সীমান্তবর্তী বাঁশের সেতু হুমকির মুখে সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

কর্তৃক
০ মন্তব্য 297 ভিউজ

নিজস্ব সাতক্ষীরা :
সাগরদাঁড়ি সারসা সীমান্তবর্তী বাঁশের সেতু হুমকির মুখে সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও তালা উপজেলার সারসা গ্রামের মানুষ যাতয়াতের একমাত্র বাঁশের সাঁকো।

জানাযায়, মহাকবি মাইকেল মধুসূদন দত্বের জন্মস্থান সাগরদাঁড়ি গ্রামে। এই গ্রামকে ধিরে নান্দনিক সৌন্দর্য ও জমিদার বাড়ী পার্ক পর্যাটন এবং স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির পাঠাগার সহ অসংখ্য বানিজ্যিক দোকান পাট । এখানে রয়েছে কবির স্মৃতি গাথা কপোতাক্ষ নদ। আর এই নদ কে নিয়ে কবির শৈশবে বেড়ে ওঠা।

তালা উপজেলার সিমান্তবর্তী সারসা গ্রামের অবহেলিত মানুষের রুটি রুজির একমাত্র প্রাণকেন্দ্র সাগরদাঁড়ি বাজার। এই এলাকার ৪১ দোকানী ব্যবসাহির বাড়ি এখানে। ১২/১৪ গ্রামের ছেলে মেয়েদের স্কুল কলেজের যাতয়াতের একমাত্র পথ এই বাসের সাঁকো। প্রতিদিন এই পথ দিয়ে ১ লক্ষ মানুষের চলাচল। চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার হয় পদটি। সারসা সহ ১২/১৪ গ্রামের মানুষ নিজেস্ব অর্থয়ানে ৩ মাস পর পর সাঁকো মিরামত করে। যাতয়াতের সাঁকোটি উন্মুক্ত করায় বিনা পয়শায় চলাচল করে দুরদুন্তের মানুষ।

এ বিষয় সারসা গ্রামের সলেমান শেখের পুত্র বলেন, বাশের সাঁকোটি প্রায়ই ভেঙ্গে পড়ে স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের সহ পথচারীদের চলাচলে খুব কষ্টের হয়ে দাড়িয়েছে। এখানে ব্রিজ নির্মাণ করলে জনভোগান্তি কমবে।

একই গ্রামের ইব্রাহিম শেখের পুত্র আলতাব হোসেন বলেন, সাঁকো প্রতিনিয়ত ১ লক্ষ মানুষের চলাচল হওয়ায় মাঝে মধ্যে নদে ভেঙ্গে পড়ে। এতে চরম ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে দুর থেকে আসা পথিকদের। স্থানীয় এমপির কাছে ব্রিজ নির্মাণের দাবী জানাচ্ছি ।

স্থানীয় উত্তর সারসার মেম্বর অপূর্ব মুখার্জি বলেন, ভিতর রাস্তাটি দুই জেলার সংযোগ মাধ্যম তাই ব্রিজ নির্মাণের জন্য ২ এমপি সহ সেতু মন্ত্রীর কাছে আমাদের অবহেলিত মানুষের জোর দাবী। জনভোগান্তির প্রতিকারের জন্য এখানকার মানুষের প্রানের দাবী ব্রিজ নির্মাণ। স্থানীয় এলাকার শতাধিক মানুষ সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন