স্টাফ রিপোর্টার:
আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে মোঃ আব্দুল ওয়াদুদ যোগদান করেছেন। শুক্রবার দুপুরে তিনি থানায় যোগদান করেন।
আব্দুল ওয়াদুদ বগুড়া হাইওয়ে পুলিশের পাকশী হাইওয়ে থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত থাকাকালীন জাতি সংঘ শান্তি পদক প্রাপ্ত হন। যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেন মোড়লের ছেলে আঃ ওয়াদুদ চাকরি জীবনে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ জেলার হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, সর্বশেষ পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। ওসি নজরুল ইসলামকে বরিশাল রেঞ্জে বদলি হওয়ায় তিনি একই সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) এর দায়িত্ব পালন করবেন।