হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে নানা আয়োজনে প্রাক বড়দিন উৎসব পালিত

ফকিরহাটে নানা আয়োজনে প্রাক বড়দিন উৎসব পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

ফকিরহাট  প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের আয়োজনে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে কেককাটা ও শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন)।

এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সন্তোষ মন্ডল, খুলনা অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর রেভারেল জেমস অসিত বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, নারী ইউপি সদস্য (সংরক্ষিত) আল্লাদী বিশ্বাস, চিতলমারীর পাস্টর আশিষ বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, শুভংকর বিশ্বাস, মমতা মন্ডল, নয়নী মন্ডল, তমাল সরকার, সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন ৯০জন শিশু শিক্ষার্থীদের মাঝে মশারী, চাদর, বালিশের কভার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন